নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন জনপ্রিয়তা। পেয়েছেন ‘বলিউড বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ উপাধি। তাঁর জীবনে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে শাহরুখের এই পাঁচ চরিত্র আজও সেরার তালিকায় থাকবে।

অজয় শর্মা-বাজিগর
‘বাজিগর’-এ প্রতিশোধপরায়ণ অজয়ের চরিত্রে শাহরুখের অভিনয় তাঁকে প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার এনে দেয়। এই চরিত্রেই তিনি প্রমাণ করেন, নায়ক হোক বা খলনায়ক– পর্দায় তাঁরই রাজত্ব।
রাজ-দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
ছবিতে শাহরুখ খান নাকি প্রথমে অভিনয় করতেই চাননি। অনেক বোঝানোর পর তারপর নাকি কিং খানকে রাজি করিয়েছিলেন আদিত্য চোপড়া।
দেবদাস
চন্দ্রমুখী, না পার্বতী? পার্বতী কি শুধুই ছোটবেলার সাথি, না চিরদিনের ভালোবাসা? এই দ্বন্দ্ব থেকে মুক্তি মেলেনি দেবদাসের। মৃত্যুর আগে পার্বতীর দরজায় এসে পৌঁছাতে পারলেও প্রেমিকার শেষ স্পর্শটুকু পাওয়া হয়নি। এই ট্র্যাজেডি দেবদাসকে অমর করেছে। আর দেবদাসের প্রেমকে রুপালি পর্দায় নতুন আঙ্গিকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন শাহরুখ খান।
ডন
বলিউডে ‘ডন’ হয়ে প্রথম পর্দা কাঁপান ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। এরপর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে একই নামে সিনেমা বানান পরিচালক ফারহান আখতার। ২০১১ সালে ‘ডন ২’-তে আবারও এ চরিত্রে দেখা দেন বলিউড বাদশা।
বিক্রম রাঠোর ও আজাদ রাঠোর- জওয়ান
অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যের তকমা অর্জন করেছে। এখানে তিনি একসঙ্গে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির জন্যই শাহরুখ প্রথমবার জাতীয় পুরস্কারও অর্জন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



