বিনোদন ডেস্ক : শুক্রবার (৮ সেপ্টেম্বর) সারা দেশে মুক্তি পেয়েছে ফেরদৌস আহমেদ অভিনীত দেশীয় সিনেমা ‘সুজন মাঝি’। এ সিনেমাটি মুক্তির মাধ্যমে প্রেক্ষাগৃহে প্রতিযোগিতার মুখোমুখি হলেন বলিউড তারকা শাহরুখ এবং ঢালিউড তারকা ফেরদৌস।
একদিকে শাহরুখের অ্যাকশনধর্মী সিনেমা অন্যদিকে ফেরদৌসের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত সিনেমা। দর্শক কোন সিনেমার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করবে এটিই এখন চিন্তার কারণ সিনেমা বোদ্ধাদের।
অনুসন্ধানে জানা গেছে, সারাদেশে মোট ৪৬ টি হলে চলছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমা। এ হিসেবে ফেরদৌস অভিনীত সিনেমাটি মাত্র ১৯ টি প্রেক্ষাগৃহে দেখা যাবে।
ফেরদৌস অভিনীত ‘সুজন মাঝি’ সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। দেশে বিদেশি সিনেমা মুক্তি বিশেষ করে শাহরুখের ‘জওয়ান’ সিনেমাটির ঘোর বিরোধিতা করেছিলেন তিনি।
দেশে বিদেশি সিনেমা মুক্তির কারণে এরই মধ্যে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসী খোকা’ এবং দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার রিলিজ তারিখ পিছিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।
তবে বিদেশি সিনেমা দেশের প্রেক্ষাগুলোতে চললেও তাতে ভয় নেই পরিচালক ঝন্টুর। তিনি তার সিনেমা মুক্তির তারিখ পেছাননি। বরং দর্শকদের কাছে আশা রাখছেন যে, সিনেমাটি দেশের সবাই হলে গিয়ে দেখবেন।
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে পরিচালক ঝন্টু বলেন, বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। তাই গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ‘সুজন মাঝি’ সিনেমাটি সবাই দেখবে বলে আশা করছি। ঝন্টু আরও বলেন, আমি এ সিনেমা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনো পুরস্কারের জন্য নয়। আশা করি, সিনেমাটি দর্শকনন্দিত হবে।
আবু সাঈদ প্রযোজিত নতুন এ সিনেমাটিতে ফেরদৌসের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। ফেরদৌস, নিপুণ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া, সেলিম, শিউলি আক্তার প্রমুখ।
অন্যদিকে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। এ সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন রণবীর পত্নী দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।