বিনোদন ডেস্ক : ভারতে ‘জওয়ান’ ঝড় থেমেছে। দেড়মাস ধরে প্রেক্ষাগৃহে রীতিমতো তাণ্ডব চালিয়ে বিশ্বব্যাপী প্রায় ১২০০ কোটির মতো আয় করে নিয়েছে শাহরুখ খানের জওয়ান। দীর্ঘদিন ধরেই শাহরুখকে মারকাটারি চরিত্রে দেখার আক্ষেপ অবশেষে মিটেছে দর্শকদের। শাহরুখের জওয়ানকে তুমুল সফল করে দিয়েছে অনুরাগীরা।
এবার পালা সালমান খানের। তার আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’ নিয়ে ইতোমধ্যেই চলছে তুমুল হাইপ। কিছুদিন আগেই সিনেমাটির ট্রেলার প্রকাশ করেন নির্মাতারা। এরপর থেকে টাইগারকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে।
টাইগার নিয়ে শুধুই সালমান ভক্তরা নয়, প্রতীক্ষায় রয়েছেন শাহরুখ ভক্তরাও। তবে যত দিন যাচ্ছে টাইগার ঘিরে প্রত্যাশাও বাড়ছে। সালমান, শাহরুখের সঙ্গে এবার হৃতিক ভক্তরাও অপেক্ষায় রয়েছে সিনেমাটির মুক্তির। প্রথমবারের মতো একইফ্রেমে দেখা যাবে বলিউডের এই তিন বড় তারকাকে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’-এ প্রথমবারের মতো এই ত্রয়ীকে একত্রিত করতে যাচ্ছেন নির্মাতারা। এর আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হয় যে হৃতিকের ‘ওয়ার ২’তে দেখা যাবে স্পাই ইউনিভার্সের এই তিন তারকাকে। তবে সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সালমান খানের টাইগারেই এক হচ্ছেন তিনজন। তাই, চলচ্চিত্রে শেষ মুহূর্তে নতুন করে সংযোজন করা হচ্ছে।
একটি সূত্র জানিয়েছে, ‘যদিও সালমান খান, শাহরুখ খান এবং হৃতিক রোশনকে ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজিতে একত্রিত করার পূর্বের পরিকল্পনা ছিল, আদিত্য ‘টাইগার ৩’-এ শেষ মুহূর্তের সংযোজন করেছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, শাহরুখ ছাড়াও হৃতিককেও ‘টাইগার ৩’-এ একটি ক্যামিওতে দেখা যাবে। সম্প্রতি দৃশ্যটির শুটিং হয়েছে। হৃতিকের ক্যামিও খুব ছোট কিন্তু প্রভাবশালী। তবে দর্শকরা তাকে দারুণভাবে স্বাগত জানাবে। যদিও হৃতিকের অ্যাকশন দৃশ্য খুব কম হবে এতে, তবে আদিত্য ফিল্মটির দর্শকপ্রত্যাশা পূরণের জন্য এটি নতুন করে ডিজাইন করেছেন।’
ইতোমধ্যেই জানা গেছে যে ‘টাইগার ৩’-এ এসআরকে এবং সালমানের দৃশ্য সিনেমাটির অন্যতম প্রধান দৃশ্য হতে চলেছে। এবার হৃতিকের অন্তর্ভূক্তি নতুন করে উন্মাদনা তৈরি করবে দর্শকমনে। বহুদিন ধরেই এই তিন তারকাকে একফ্রেমে দেখার অপেক্ষায় দর্শকরা। অনেকে দাবি করছেন, এ বছর শাহরুখ খানের পরপর দুটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ড একমাত্র টাইগার দিয়েই ভাঙতে পারেন সালমান খান। সালমান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ চলতি বছর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।