বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। অসংখ্য নারীর হৃদয়ের মহানায়ক। তবে বলি পাড়ায় যখন তিনি প্রবেশ করেননি। তখনই গৌরী খান তার মন জয় করে নেন। মনের ঘরে তালা ঝুলিয়েই নায়ক হয়েছেন তিনি। আজ তাদের বিয়ের ৩২ বছর। ১৯৯১ সালের ২৬ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের ৩২ তম বিবাহবার্ষিকীতে জানা গেল অজানা এক খবর। বিয়ের আগে নাম বদলেছিলেন শাহরুখ খান। বিয়ের সময় নাম বদলে জিতেন্দ্র তুললি রেখেছিলেন তিনি।
কিন্তু কেন এই পরিবর্তন? ভারতীয় সংবাদ মাধ্যমসূত্রে জানা গেছে, ১৯৯১ সালে দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করেন শাহরুখ খান এবং গৌরী। শাহরুখ এবং গৌরী ছিলেন খুব ভাল বন্ধু।
তারা দুজন দুই ধর্মের ছিলেন সেহেতু বিয়ের আগে দুজনেই নাম বদলান। বিয়ের আগে শাহরুখ তার নাম বদলে রাখেন জিতেন্দ্র কুমার তুললি। দুই কিংবদন্তি অভিনেতার নামের সঙ্গে মিল রেখে এই নাম রাখেন।
জিতেন্দ্র রেখেছিলেন কারণ তার দাদি বলতেন শাহরুখ নাকি বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর মতো দেখতে। সেই কথা মনে করে প্রথম নাম জিতেন্দ্র রাখেন। আর রাজেন্দ্র কুমারের আসল পদবী তুললি। সেখান তিনি তার পদবী তুললি রাখেন। এভাবে মিলিয়ে জিতেন্দ্র কুমার তুললি রাখেন।
গৌরীও বিয়ের আগে তার নাম বদল করেন। তার নাম বদলে রাখেন আয়েশা। দুই ধর্ম মতেই বিয়ে করেছিলেন তারা। আইনি নিয়মও মেনেছিলেন।
উল্লেখ্য, ‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।