বিনোদন ডেস্ক : তিন দশক ধরে বলিউডে রাজ করছেন তিন খান—শাহরুখ, আমির ও সালমান খান। তিনজনেরই জন্ম একই বছরে, ক্যারিয়ারের শুরুও কাছাকাছি সময়ে। বন্ধুত্বের এই দীর্ঘ যাত্রায় কখনো বিভাজন এসেছে, আবার সময়ের সঙ্গে তা মিটেও গেছে। সম্প্রতি আমিরের জন্মদিনে একত্র হয়েছিলেন তিন খান। তবে একসময় এই দুই বন্ধুকে নিয়েই সন্দেহে ছিলেন আমির!
ঘটনাটি ২০১৬ সালের, যখন মুক্তি পেয়েছিল আমির খানের ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’। সমালোচক ও দর্শকদের ব্যাপক প্রশংসা পাওয়া এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসের শীর্ষস্থান দখল করে। কিন্তু ছবির প্রস্তাব পাওয়ার পর আমির দ্বিধায় ছিলেন।
এক সাক্ষাৎকারে আমির জানান, পরিচালক নীতেশ তিওয়ারি যখন দঙ্গল ছবির অফার নিয়ে আসেন, তখন তিনি ‘ধুম ৩’-এর শুটিং শেষ করেছেন এবং শারীরিকভাবে বেশ ফিট ছিলেন।
কিন্তু হঠাৎ করেই এক বয়স্ক বাবার চরিত্রের প্রস্তাব পেয়ে চমকে যান মিস্টার পারফেকশনিস্ট। মজা করে তিনি বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল, শাহরুখ ও সালমান আমার ক্যারিয়ার শেষ করতে চাইছে! তাই তারা নীতেশকে পাঠিয়েছে।’
তবে চিত্রনাট্য পড়ে গল্পটি ভালো লাগায় সিনেমাটি করার সিদ্ধান্ত নেন আমির। তিনি বলেন, ‘যে চিত্রনাট্য আমার ভালো লাগে, আমি সেটাই করি।’
চোখ বেঁধে ফ্রিজার ঘরে ফেলে রাখা হয় অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকেচোখ বেঁধে ফ্রিজার ঘরে ফেলে রাখা হয় অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে
সেই সিদ্ধান্তই পরে দঙ্গলকে ভারতীয় সিনেমার অন্যতম সফল ছবিতে পরিণত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।