এবার বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন শাহরুখ-সুহানা

বিনোদন ডেস্ক : ভারতীয় তারকাদের মধ্যে শাহরুখ খান-এর চেয়ে বড় জনপ্রিয় আর কেউ নেই। সেই জন্য তার সন্তানদের জনপ্রিয়তাও কম নয়। সুহানা হোক কিংবা আরিয়ান দুজনের সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয়। এছাড়াও সুহানার নতুন ওয়েব সিরিজও কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ওটিটির পর্দায়।

তার এই ওয়েব সিরিজটির নাম হল ‘দ্য আর্চিজ’। অন্যদিকে, আরিয়ানও পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন। ইতিমধ্যেই নিজের পোশাক কোম্পানির ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি‌। সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে শাহরুখ খানকেও দেখা গিয়েছে। তবে এবার বড় পর্দায় দেখা যাবে সুহানাকে।

শুধু সুহানা নয়, সঙ্গে থাকছেন শাহরুখও। মেয়ের কেরিয়ার গড়ার জন্য প্রথম ছবিতেই পাশে থাকবেন তিনি। এই ছবিটি হতে চলেছে অ্যাকশন থ্রিলার ঘরানার। এর আগেও শাহরুখকে অ্যাকশন ছবিতে দেখা যাবে। তবে এই ছবিতে নিজের মেয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

ছবির পরিচালনা করতে চলেছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ। শাহরুখকে আগেও নিজের থেকে কম বয়সি অভিনেত্রী আলিয়া ভট্ট-এর সঙ্গে স্কিন শেয়ার করতে দেখা গিয়েছিল। এই ছবিতে পিতা ও কন্যা হিসেবেই দেখা যাবে তাদের দুজনকে‌।

সুজয় আগেও শাহরুখের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন। ‘বদলা’ ছবির প্রযোজনা করেছিল শাহরুখের সংস্থা। তবে এই খরব শোনার পর থেকেই শাহরুখ ভক্তরা খুব খুশি হয়েছেন। কারণ প্রথমবার পরিচালক ও শাহরুখের জুটিকে। তবে এখন দেখার যে কবে বড় পর্দায় আসে এই ছবি।

অন্যদিকে, এবছর ‘পাঠান’ ব্লকবাস্টার হওয়ার পর আবার ‘জওয়ান’-এ‌ দেখা যাবে তাকে। এই ছবি নিয়েও দর্শকদের উৎসাহ দিনে দিনে আরও বাড়ছে। তাই এই ছবিও ‘পাঠান’-এর মত ব্লকবাস্টার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।