নেটিজেনদের কটাক্ষের শিকার শাহরুখ কন্যা

শাহরুখ সুহানা

বিনোদন ডেস্ক : গত ক’দিন ধরে খান পরিবারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা গেছে, শাহরুখ তার তিন সন্তান- আরিয়ান, সুহানা এবং আবরামের সাথে সমুদ্র সৈকতে গোসল করছেন। সুহানার পরনে ছিল বিকিনি।

শাহরুখ সুহানা

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই তোপের মুখে পড়তে হয় শাহরুখকে। নেটিজেনদের একাংশ কটাক্ষ করে বলেন, মেয়ের সঙ্গে শাহরুখের এভাবে স্নান উপভোগ করা ভারতীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি শাহরুখ। তবে চুপ থাকেননি ভক্তরা। সম্প্রতি শাহরুখ-ভক্তরা সুপারস্টারকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার প্রতিবাদ জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া বলেছে।

একজন ভক্ত লিখেছেন, “কারো গোপনীয়তাকে সম্মান করুন।” অন্য একজন বলেছেন, “শাড়ি পড়ে কী সাঁতার কাটবে? যা মন চায় বলছে!”

কিছুদিন আগেই মেয়ে সুহানার প্রশংসা করতে দেখা গেছে শাহরুখকে। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী গৌরিকে ট্যাগ করে সুহানা প্রসঙ্গে শাহরুখ লেখেন, “আমার জীবনের বৃত্ত পূর্ণ হয়েছে। আমাদের ছেলে-মেয়েরা সেটি সম্পূর্ণ করতে সাহায্য করছে। তুমি ওদের তিনজনকে খুব সুন্দর করে বড় করেছো, ওদের শিক্ষিত করেছ ও মর্যাদা শিখিয়েছ এবং ভালোবাসা ভাগ করে নিতে শিখিয়েছ। সুহানা ভীষণ স্পষ্টভাষী তবে ডিম্পলটা কিন্তু আমার!’”

শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। আর্চি কমিকস’ এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে যোইয়া আখতারের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি।

ফিফার নতুন র‍্যাংকিং ঘোষণা, শীর্ষে উঠে এলো যে দেশ

সিনেমায় ভেরোনিকা লজের চরিত্রে অভিনয় করবেন তিনি, আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য নন্দা, বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর ও জুগহেড জোন্সের চরিত্রে বেদাং রায়না রয়েছেন। সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে।