বিনোদন ডেস্ক : একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর সারাবিশ্বে মুক্তি পাবে এটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর যৌথ আমদানি প্রতিষ্ঠান রংধনু গ্রুপ।
আজ (২৭ আগস্ট) সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অন্যতম কর্ণধার অনন্য মামুন বলেন, ‘‘শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ এটা। তথ্য মন্ত্রণালয় আজ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ‘জাওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান চলচ্চিত্র যা একই সাথে রিলিজ হবে বাংলাদেশ।’’
এর আগে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দিতে হবে ‘জওয়ান’, সম্প্রতি এমন দাবিই তুলেছিলে বাংলাদেশি শাহরুখ ভক্তরা।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ান-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালাংলাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।