বাংলাদেশেও ইতিহাস গড়ল শাহরুখের ‘জাওয়ান’

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের নতুন সিনেমা ‌‘জাওয়ান’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই শাহরুখ খানের এই সিনেমা গড়ছে একের পর এক রেকর্ড। বর্তমানে ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জাওয়ান’। এছাড়া বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি। মুক্তির তৃতীয় সপ্তাহে বাংলাদেশেও ‘জাওয়ান’-এর প্রেক্ষাগৃহ কমার কোনো লক্ষণ নেই। মাল্টিপ্লেক্সগুলোর ওয়েবসাইট অনুসারে বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার টিকিট। বাংলাদেশে এখনো পর্যন্ত সিনেমাটি আয় করেছে এক মিলিয়ন ডলার।

বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘জাওয়ান’ এরই মধ্যে ব্যবসা করেছে প্রায় ১ মিলিয়ন ডলারের। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা। ঢাকায় মুক্তি পাওয়া এটিই প্রথম বলিউড সিনেমা যা, এমন আয়ের নজির সৃষ্টি করেছে।

এ বিষয়ে সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে একটি পোস্ট করেছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, ‘জাওয়ান’ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে। তবে এ বিষয়ে বাংলাদেশের অন্যতম আমদানিকারক চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনের সঙ্গে মুঠোফেনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

বর্তমানে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে। যেখানে ‘পাঠান’র এই অঙ্কে পৌঁছাতে সময় লেগেছিল ২৭ দিন। অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে অল টাইম রেকর্ড গড়েছে সিনেমাটি।

দক্ষিণী সিনেমার খ্যাতিমান নির্মাতা অ্যাটলি নির্মিত এ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। অন্যদিকে ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত রূপদান করেছেন।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’-এর মাধ্যমে একইদিন ভারতের সঙ্গে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল। মুক্তির দিন থেকেই সিনেমাটি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছিল। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলো উপচে পড়া ভিড় দেখেছে।