বিনোদন ডেস্ক : বড়পর্দায় কামব্যাকের আগেই ‘বেশরম’ তকমা পেয়ে গিয়েছেন শাহরুখ খান। প্রথম ছবি ‘পাঠান’ নিয়েই চুলচেরা বিশ্লেষণ, তর্ক বিতর্কের অন্ত নেই। একা শাহরুখ নন, অতিরিক্ত শরীর প্রদর্শন এবং গেরুয়া বিকিনিতে অশ্লীল অঙ্গভঙ্গির দায়ে কাঠগড়ায় উঠেছেন নায়িকা দীপিকা পাডুকোনও। এতদিন মুখ বন্ধ করেই রেখেছিলেন শাহরুখ। অবশেষে পালটা আঘাত এল কিং এর তরফেও। বা স্পষ্ট করে বললে, আসার পথে।
এমনি দাবি করেছেন কামাল আর খান ওরফে কেআরকে। স্বঘোষিত এই ফিল্ম সমালোচক ‘পাঠান’ ফ্লপ করানোর দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছেন কাঁধে। কখনো বলছেন, ছবির নামের জন্যই ফ্লপ হবে। আবার কখনো শাহরুখকে ফ্লপ অভিনেতা আর দীপিকাকে ‘জঘন্য’ নায়িকা বলে কটাক্ষ করছেন।
বলিউডের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত হয়ে থাকতেই দেখা যায় কেআরকে কে। এর জেরে বহুবার বিপদে পড়েছেন তিনি। মাস কয়েক আগে গিয়েছিলেন জেলেও। কিন্তু কেআরকে শোধরানোর পাত্র নন। পাঠান ফ্লপ করানোর লক্ষ্য নিয়ে একের পর এক টুইট করছিলেন তিনি। হঠাৎ করেই সুর বদল ফিল্ম সমালোচকের।
সাম্প্রতিক টুইটে কেআরকে লিখেছেন, ‘খবর অনুযায়ী, বেশরম রঙ-এ যে অতিরিক্ত শরীর প্রদর্শন করা হয়েছে সেই সত্যিটা বলার জন্য শাহরুখ আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন। আমার এই গানের রিভিউটা দেখে বলতে পারেন আমি কিছু ভুল বলেছি কিনা’।
এরপরেই অপর একটি টুইটে কেআরকে লিখেছেন, ‘শাহরুখ যদি ভেবে থাকেন আমার রিভিউয়ের জন্যই ওঁর ছবি ফ্লপ হবে, তাহলে ভুল ভাবছেন। ওঁর ছবি ফ্লপ হবে তিনটি কারণে, প্রথমত ভুল নাম, দ্বিতীয়ত একই ধরণের গল্প আর অ্যাকশন, তৃতীয়ত জনতার বয়কট। যদি উনি আমাকে রিভিউ করতে বারণ করেন তাহলে আমি না হয় করব না’।
এর আগে শাহরুখকে ‘ফ্লপ অভিনেতা’ বলে কটাক্ষ শানিয়েছেন কেআরকে। দীপিকাকেও অত্যন্ত কুৎসিত দেখতে বলে মত এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের। একটি টুইটে কেআরকে লিখেছিলেন, ‘আমার মনে আছে, এক সময় আমি দীপিকা পাডুকোনের প্রচার করতাম আর টুইটারে প্রতিদিন তাঁকে চুম্বন পাঠাতাম। কিন্তু এখন ‘বেশরম রঙ’এ আসল দীপিকাকে দেখে আমার অনুতাপ হচ্ছে। হে ভগবান এত জঘন্য দেখতে একটা মেয়ের প্রচার আমি কীভাবে করলাম!’ পালটা মুখ ঝামটা খেয়েছিলেন কেআরকেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।