‘দ্য একাডেমি’র পেজে শাহরুখের ছবির গান

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

বিনোদন ডেস্ক : শনিবার শাহরুখ ভক্তদের চমকে দিয়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘মেহেন্দি লাগাকে রাখনা’ গানের কিছু অংশ শেয়ার করা হয়েছে ‘দ্য একাডেমি’র ইনস্টাগ্রাম পেজে। এরপরেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় চর্চা।

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

১৯৯৫ সালের মিউজিক্যাল রোমান্স সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।’ সংক্ষেপে ছবিকে বলা হয় ‘ডিডিএলজে’। আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটির জনপ্রিয়তা এখনও একটুও কমেনি। সিনেমাটিকে ‘ক্লাসিক’ উপাধি দিয়ে গানটি শেয়ার করেছে ‘দ্য একাডেমি।’

ভিডিওর ক্যাপশনে ‘দ্য একাডেমি’র তরফ থেকে লেখা হয়েছে, ‘১৯৯৫ সালের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় শাহরুখ খান ও কাজলের পারফর্ম করা ক্লাসিক গান মেহেন্দি লাগাকে রাখনা।’

এই পোস্টে এক ভক্ত লিখেছেন, ‘একাডেমির এই শেয়ারে আমি আবেগআপ্লুত। এই দুজন বলিউডের জন্য অনেক করেছেন। আশা করছি একদিন তারা সেই সম্মান পাবেন। ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিন হলে চলে ইতিহাস গড়া সিনেমা এটি।’

ঢাকা-কাঠমান্ডু রুটে বাস কবে থেকে চলবে?

অলটাইম ব্লকবাস্টার হওয়া এই ছবি টানা বিরতিহীন ১০০৯ সপ্তাহ চলেছে মারাঠা মন্দিরে। এরপরে নেমে গেলে আবারও পুনরায় চালু করা হয়। করোনায় হল বন্ধ হওয়ার আগপর্যন্ত ১২৭৪ সপ্তাহ পার করেছে ছবিটি, যা বিশ্ব সিনেমায় এক অনন্য ইতিহাস।

সূত্র: হিন্দুস্তান টাইমস