আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে যেসব যাত্রী আহত হয়েছিলেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে, যারা সামান্য আহত হয়েছেন তাদের ১০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। অন্যদিকে যারা গুরুতর আহত হয়েছেন তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ২৫ হাজার ডলার অগ্রিম দেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের এই ধাক্কা সামলে উঠতে ঠিক কী পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি।
ঠিক কতজন যাত্রীকে ক্ষতিপূরণের এই অর্থ দেওয়া হবে, সে বিষয়ে আরও তথ্যের জন্য বিবিসির পক্ষ থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা এখনো কোনো জবাব দেয়নি।
গত ২১ মে মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সেরে একটি বিমানে হঠাৎ ঝাঁকুনির ঘটনায় এক যাত্রী নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও এই ঘটনার পর থাইল্যান্ডে জরুরি অবতরণ করতে হয়।
সিঙ্গাপুর এয়ারলাইন্স তখন জানায়, বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্র ছিলেন। যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
এ ঘটনার প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিমানটি দ্রুত উপরে ও নিচে উঠা-নামা করে। এমনকি মাত্র ৪ দশমিক ৬ সেকেন্ডের মধ্যে প্রায় ১৭৮ ফুট নিচে নেমে যায়। ফলে যারা সিটবেল্ট পরেনি তারা বিমানের ভেতরে উড়তে থাকেন এবং চারপাশে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।