আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দুরাবস্থার জন্য পশ্চিমা বিশ্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুষছেন। তবে পশ্চিমাদের এই অভিযোগ নিয়ে উল্টো ব্যঙ্গ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিভিশিনে প্রচারিত কৃষ্ণ সাগরের সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়ার অর্থনীতি বেশ ভালোই চলছে।
এ সময় লুকাশেঙ্কো বলেন, নিষেধাজ্ঞা দুই দেশকেই নিজ নিজ উন্নয়নের দিকে নজর দেওয়ার প্রেরণা দিয়েছে। এছাড়া পশ্চিমা অভিজাতরা তাদের অর্থনৈতিক সমস্যার কারণ সম্পর্কে বিভ্রান্ত হয়েছে বলেও জানিয়েছেন লুকাশেঙ্কো।
লুকাশেঙ্কো বলেন, তাদের (পশ্চিমাদের) সত্যিই ধন্যবাদ জানাই। কারণ তারা আমাদের নিজেদের উন্নয়নের দিকে ঠেলে দিয়েছেন। লুকাশেঙ্কোর এই কথা শুনে পুতিন হেসে মাথা নাড়েন।
লুকাশেঙ্কো আরও বলেন, আর এই বিষয়টি নিজেদের গণমাধ্যমে তারা তাদের মতো করে অবমূল্যায়ন করছে। নিজেদের দেশের মূদ্রাস্ফীতির শর্তেও তারা বলে যাচ্ছে, ‘পুতিন দায়ী’, ‘পুতিন সব কিছুর জন্য দায়ী’।
এ সময় পুতিন ঠোঁট চেপে মাথা নেড়ে বলেন,আমরা তাদের সঙ্গে জরুরি আলোচনা করব। লুকাশেঙ্কোও হেসে বলেন, হ্যাঁ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।