বিনোদন ডেস্ক : বেশ কয়েক মাস ধরেই চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। নির্মাতার ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তমা। ওই কাজটি করতে গিয়েই একে অপরের কাছাকাছি আসেন এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন ছড়ায়।
বুধবার (১ জুন) নায়িকা তমা মির্জার জন্মদিন। নায়িকার বিশেষ দিনের প্রথম প্রহরটি বেশ স্পেশালভাবেই উদযাপন করেছেন নির্মাতা। সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি। রায়হান রাফি লিখেছেন, ‘আমার হৃদয় দিয়ে চাই তোমার সুখে ভরা একটি দিন এবং আনন্দময় একটি বছর। শুভ জন্মদিন তমা মির্জা।’
নির্মাতার সেই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে কৃতজ্ঞতা জানিয়েছেন তমা মির্জা। তিনি লেখেন, ‘ধন্যবাদ রায়হান রাফি। তুমি দিয়ে জন্মদিন উদযাপন শুরু। এখন চলছে, চলবে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, একসঙ্গে জন্মদিনের কেক কাটছেন তমা-রাফি। কেকের দু’পাশে ফুলের তোড়া দিয়ে সাজানো। প্রথমে তমাকে কেক খাইয়ে দেন রায়হান রাফি। এরপর সেখান থেকেই একটু কেক নিয়ে নির্মাতার মুখে তুলে দেন নায়িকা। সঙ্গে সঙ্গে একে অপরকে জড়িয়ে ধরেন তারা।
রায়হান রাফির সেই পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘তোমাদের দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা।’ সেখানে তিনি তমা ও রাফিকে মেনশন করেছেন। এমনকি অমির সেই মন্তব্যে অনেকেই প্রতিক্রিয়া (রিয়্যাক্ট) জানিয়েছেন।
অবশ্য এর আগেই প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তমা মির্জা জানিয়েছিলেন, ‘যাদের সঙ্গেই আমার কাজ হয়, তারাই আমাকে অনেক পছন্দ করেন এবং ভালো জানেন। সে জায়গা থেকে আমারও তাদের প্রতি অনেক কৃতজ্ঞতাবোধ, ভালোবাসা ও শ্রদ্ধা থাকে। আমি চেষ্টা করি সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার। কিন্তু যে কোনো সম্পর্ক নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি ওপর, যে আপনি সম্পর্কটা কোন দৃষ্টিতে দেখছেন। মানুষ হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি যেমন, সম্পর্কটা আপনি তেমনই দেখছেন।’
অন্যদিকে রায়হান রাফি জানিয়েছিলেন, ‘যদি সম্পর্কের কথা বলেন, তাহলে সেটা বন্ধুত্বের। আপনারা জানেন মিডিয়ায় কাজ করতে গিয়ে বন্ধুত্ব হতেই পারে। যেটা এর আগে অনেকের সঙ্গেই হয়েছে। তমা একটু বেশি প্রাণোচ্ছ্বল তাই হয়তো মানুষের চোখে লেগেছে। আদতে এমন কিছুই নয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।