বিনোদন ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের সিনেমা, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা। সিনেমাটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। যা এখন মুক্তির অপেক্ষায়।
এবার জানা গেল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানের গল্পে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘জয় বাংলার ধ্বনি’। সিনেমায় গল্পের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। আর এতে প্রথমবারের মতো জুটি বাধবেন চিত্রনায়ক নিরব হোসেন ও ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
সংশ্লিষ্টরা জানান, খ ম খুরশেদের পরিচালনায় সিনেমার প্রথম লটের শুটিং শুরু হবে আগামী বৃহস্পতিবার শরীয়তপুরে। এদিন শাজাহান খান নিজে উপস্থিত থেকে সিনেমাটি সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক নিরব।
‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় রাজাকার চরিত্রে অভিনয় করবেন আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। এটি নির্মিত হবে সরকারি অনুদানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।