জুমবাংলা ডেস্ক : দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডন যেতে পারেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সি-১৩০ আকাশযানে করে দিল্লির হিন্দন বিমানঘাঁটিতে যান শেখ হাসিনা। তার ওপর নজর রাখে ভারতীয় সেনাবাহিনী।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে গতকাল রবিবার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ ছাড়া একাধিক বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। আজ সোমবার দুপুরের পর থেকেই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
আজ সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দেন হাসিনা ও তার বোন শেখ রেহানা।জানা যায়, আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নেমেছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে দিল্লি যান তিনি।
ঘটনা সম্পর্কে অবগত একজনের বরাত দিয়ে ইকোনমিক টাইমস জানায়, দিল্লি থেকে লন্ডন যাচ্ছেন তিনি। তবে সেই সূত্রের পরিচয় প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।