স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের জন্য রেকর্ড নতুন কিছু নয়। ইদানীং মাঠে নামলেই দেখা যায়, কোনো না কোনো মাইলফলক ছুঁয়েছেন।
শনিবার বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে নামা সাকিব একটি নয়, দু-দুটি মাইলফলক পেরিয়েছেন।
চট্টগ্রামের বিপক্ষে আজকের ম্যাচে সপ্তম ওভারের শেষ বলে ব্যাটিংয়ে নেমেছেন সাকিব। দারুণ একটি মাইলফলক থেকে মাত্র ৮ রান দূরে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। নবম ওভারের পঞ্চম বলে সৈকত আলীর গুড লেন্থের ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নেন সাকিব। এতে টি-টোয়েন্টিতে সাত হাজার রান পূর্ণ হয় রংপুর রাইডার্স অলরাউন্ডারের।
সাকিব যে এবারের বিপিএলে সাত হাজার রানের মাইলফলক পেরিয়ে যাবেন, সেটা অনুমেয় ছিল। টুর্নামেন্ট শুরুর আগে এ কীর্তি থেকে মাত্র ৪৬ রান দূরে ছিলেন তিনি। কিন্তু চোখের সমস্যায় ভোগা সাকিবের ব্যাট থেকে প্রথম তিন ইনিংসে আসে মাত্র ৪ চার। দুটি ইনিংসে তো সুযোগ থাকার পরেও ব্যাটিংয়েই নামেননি। এর মধ্যে সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসাও করিয়ে এসেছেন।
অবশেষে হাসে সাকিবের ব্যাট। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৩৪ রান করেন তিনি। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে সে মাইলফলক পেরিয়ে গেলেন সাকিব।
দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রান করেছেন সাকিব। এ কীর্তি গড়তে বাঁ-হাতি ব্যাটসম্যানের লেগেছে ৪২২ ম্যাচ। এ সময় ৩৮৭ ইনিংসে ২১.২৫ গড়ে ৭০১৯ রান করেছেন সাকিব। টি-টোয়েন্টিতে ১২৪.৩০ স্ট্রাইকরেটে ব্যাট করা সাকিবের নামের পাশে অর্ধশতক আছে ২৯টি।
সাকিবের আগে এ কীর্তি গড়া প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান তামিম ইকবাল। অবশ্য এ কীর্তি গড়তে অনেক কম ম্যাচ খেলতে হয়েছে বাঁ-হাতি ওপেনারকে। ২৫৫ ম্যাচের ২৫৪ ইনিংসে ব্যাট করে ৪৬ ফিফটিতে ৭ হাজার ৩৮৬ রান করেছেন তামিম। ৪৬টি ফিফটির সঙ্গে ৪টি সেঞ্চুরিও করেছেন অভিজ্ঞ এ ওপেনার।
রানের রেকর্ডে আরও একটি রেকর্ড হয়েছে সাকিবের। মাত্র দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০০ রান ও ৪০০ উইকেটের ডাবলসে নাম লিখিয়েছেন তিনি। বাংলাদেশি অলরাউন্ডারের আগে এ কীর্তি গড়েছেন কেবল আন্দ্রে রাসেল।
টি-টোয়েন্টিতে ৪৭৫ ম্যাচ খেলা রাসেল ৭ হাজার ৯৯২ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৪২৪ উইকেট। এদিকে অনেক আগেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৪০০ উইকেট শিকার করেছেন সাকিব। আজকের আগেই ৪২১ টি-টোয়েন্টিতে সাকিব পেয়েছেন ৪৭২ উইকেট। অপেক্ষা ছিল কেবল রানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।