এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির শাকিব

শাকিব খান

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা অঙ্গনে এখন সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ এর দাপট! দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি এখন বিশ্বব্যাপী শোরগোল ফেলে দিয়েছে। বিশেষ করে বাঙালি অধ্যুষিত অঞ্চলে তুফান নিয়ে দেখা যাচ্ছে দর্শকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস! এরমধ্যেই নতুন চ্যালেঞ্জ জানালেন সুপারস্টার শাকিব!

 শাকিব খান

মঙ্গলবার বিকালে তার আসন্ন নতুন সিনেমা ‘দরদ’ এর লুক পোস্টার প্রকাশ করেন। ক্যাপশনে পরিবর্তনের ডাক নিয়ে লিখলেন, এখন সময় নতুন ইতিহাস তৈরীর!

তার এমন চ্যালেঞ্জই বলে দিচ্ছে, প্রিয়তমা, রাজকুমার কিংবা তুফান এর ধারাবাহিকতায় খুব ভালোভাবেই ‘দরদ’-এও প্রস্তুতি নিয়ে ফিরছেন! পোস্টারে সাদামাটা শাকিবের উপস্থিতি থাকলেও ইতিমধ্যে টিজারে দুর্দান্ত এক শাকিবের দেখা পেয়েছেন দর্শক!

গেল মাসে প্রকাশিত হয়েছে প্রতীক্ষিত ছবি ‘দরদ’ এর টিজার! প্রায় দেড় মিনিটের টিজারে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনো একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো বা ভয়ংকর এক রহস্য পুরুষ!

টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে অনন্য মামুনের ছবি ‘দরদ’। পাশাপাশি শাকিবের সাথে বলিউডের সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও আছে টিজারে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন। মনে করা হচ্ছে, কমার্শিয়াল হিট হতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!

সদ্যই ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ‘দরদ’ মুক্তি দিতে যাচ্ছেন। গেল রবিবার সকালে কলকাতার হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন অনন্য মামুন। পরে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ১৫ জুলাই থেকে ‘দরদ’ ছবির প্রমোশন শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যে বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরা অন্যতম টার্গেট আছে।

‘৪০০মেয়ের জীবন বাঁচান আমার শাশুড়িমা’, পাচার রুখতে বড় পদক্ষেপ সুনীল শেট্টির

অনন্য মামুন বলেন, দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।