বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পেয়েছে মোট ৫টি সিনেমা। এরমধ্যে এক চেটিয়া ব্যবসা করছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সব জায়গাতেই দর্শক এই দুটি ছবি লুফে নিচ্ছেন। কম হলেও দর্শকের প্রশংসা পাচ্ছে প্রহেলিকা, ক্যাসিনো ও লাল শাড়ি।
এরমধ্যে শুক্রবার বিকেলে সুপারস্টার শাকিব খান তার নিজের ছবি ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানালেন! ছবিটি দর্শক কেন দেখবেন, এ বিষয়ে বিশেষ কারণের কথাও উল্লেখ করেন এই নায়ক।
অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত ছবি ‘লাল শাড়ি’। ছবিতে তিনি অভিনয়ও করেছেন। এই ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শাকিব তার অফিশিয়াল ফেসবুক পেজে লিখেন,‘এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’
তিনি আরও লিখেন,‘যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
শাকিবের এই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান।’
তাঁত শিল্পকে উপজীব্য করে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত অপু বিশ্বাস ও সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে ১২টি সিনেমা হলে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দোয়েল, সুমিত, ইমরানসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।