স্পোর্টস ডেস্ক : বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারেনি সাকিবরা। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল, সেই দল কিনা খেলে এসেছে স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপটাই। লিগ পর্বে ৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল দুটি, দশ দলের টুর্নামেন্টে হয়েছে অষ্টম। বিশ্বকাপ শেষে পেরিয়ে গেছে ১ মাসেরও বেশি সময়। এ নিয়ে এখনও হতাশা এখন দেশের ক্রিকেটজুড়ে।
এবার বিশ্বকাপের ব্যাপারে জানা গেল, চাঞ্চল্যকর এক তথ্য। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, বিশ্বকাপে নিজের ব্যাটিং ব্যর্থতার কারণ। ইনজুরির কারণে ম্যাচ যেমন মিস করেছেন, তেমনি যেসব ম্যাচে ছিলেন তাতেও খুব বেশি পারফরম্যান্স দেখা যায়নি তার কাছ থেকে। বিশেষ করে ব্যাট হাতে টাইগার অধিনায়ক ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। লম্বা সময় পর অবশ্য এমন ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি।
বর্তমানে ক্রিকেট মাঠে নেই সাকিব। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে দাড়িয়েছেন। এই মুহূর্তে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরইমাঝে ভারতের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের মুখোমুখি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেই তিনি জানালেন, বিশ্বকাপের পুরোটা সময় চোখের সমস্যায় ভুগেছেন তিনি। মূলত স্ট্রেস থেকেই এমন সমস্যার উৎপত্তি বলেও নিশ্চিত করেছেন সাকিব, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’
তাহলে সাকিব কি বিশ্বকাপে অনুমাননির্ভর ক্রিকেট খেলেছেন? এমন প্রশ্নে বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, এমনটা হতেই পারে। বল মোকাবেলা করতে আমার খুবই অস্বস্তি হতো।
সাকিব জানান, ‘আমি যখন চিকিৎসকের কাছে গেলাম তখন বলা হয়েছিল আমার রেটিনা বা কর্নিয়াতে চাপের কারণে পানি জমে গিয়েছিল। আমাকে তখন ড্রপ দেওয়া হয়েছিল এবং চাপ কমাতে বলা হয়েছিল। আমি নিশ্চিত নই আমার চোখের সমস্যার জন্য কারণ এটাই ছিল কিনা। বিশ্বকাপের পর আমি যখন যুক্তরাষ্ট্রে আবারও পরীক্ষা করালাম তখন কোনো চাপ ছিল না। আমি চিকিৎসককে বলেছি এখন কোনো বিশ্বকাপ নেই তাই চাপও নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।