স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে নেই তারকা এই অলরাউন্ডার। দলে না থেকেও আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রান পেলেও র্যাঙ্কিংয়েও অবনমন হয়েছে মুশফিকের।
টাইগাররা সর্বশেষ টেস্ট খেলেছে এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজের পর দুই মাস টেস্ট না খেললেও বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন সাকিব। এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হয়েও র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে মুশফিকের। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার।
এদিকে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ইতোমধ্যেই দুই নতুন মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পান শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। চোটে থাকা সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ।
ঘোষিত দলে সুযোগ পাওয়া দিপুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০২১ সালে। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১২৬৫ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে। অন্যদিকে, ২০ বছর বয়সী মুশফিককে বেশ প্রতিভাবান মনে করছেন নির্বাচকরা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।