স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের তৃতীয় দিন আজ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচটিতে চাপ না নিয়ে উপভোগ করতে চায় সাকিব আল হাসানের দল। আফগান স্পিন চ্যালেঞ্জিং হলেও ব্যাটিং ইউনিটের ওপর অধিনায়কের পূর্ণ আস্থা।
শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় ম্যাচটি শুরু সকাল ১১টায়। সরাসরি দেখাবে গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২।
এমন ম্যাচে নামার আগে সুখবর পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতো এবারও টাইগার অধিনায়ককে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই তারা সাকিবের সঙ্গে চুক্তি করে। আগের আসরেও সাকিব এ দলের আইকন ক্রিকেটার ছিলেন। পাশাপাশি দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
সাকিব ছাড়াও বাংলা টাইগার্সের রিটেইন খেলোয়াড়ের মধ্যে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মোস্তফা।
এবারের মৌসুমেও ৬টি দল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। দলগুলো হলো- ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।