বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ইদানিং তাকে মেগাস্টারও বলা হয়। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন বিভিন্ন নায়িকার বিপরীতে। শাবনূর, মৌসুমী থেকে হালের পূজা চেরি। কোনো নায়িকাই বাদ যায়নি। কাজ করেছেন টলিউড,বলিউড ও হলিউডের নায়িকাদের সঙ্গেও। এবার তিনি কাজ করতে চান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে।
তাহলে কী বাংলাদেশী অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন শাকিব? এমন প্রশ্নই উঁকি দিচ্ছে সমালোচকদের মনে।
সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
সংবাদমাধ্যম অনুযায়ী, ওই সাক্ষাতকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এর আগেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। ২০২৩ সালে ঈদে মুক্তি পেয়েছিল বিদেশি নায়িকানির্ভর সিনেমা ‘প্রিয়তমা’। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। এরপর রাজকুমার সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
একের পর এক ব্লক বাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব। ‘প্রিয়তমা’র পর ‘তুফান’ নিয়ে মেতেছেন দর্শকরা। ‘রাজকুমার’ও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায়। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায়ও ওপার বাংলার মিমি চক্রবর্তী।
এদিকে এবছর সেপ্টেম্বরেই ‘দরদ’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। এরই মধ্যে বাংলাদেশী অভিনেত্রী বাদ দিয়ে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজের ইচ্ছেপোষণ করেন শাকিব। তাহলে কী এখন বিদেশি নায়িকানির্ভর হয়ে পড়েছেন শাকিব এমনটাই বলছেন সমালোচকরা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।