স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব আল হাসান। যে কারণে সম্প্রতি দেশে এবং দেশের বাইরে গিয়ে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই লন্ডন থেকে চোখের ডাক্তার দেখিয়ে এসে বিপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন সাকিব। কিন্তু সেখানেও দেখা গেছে তার চোখের সমস্যা।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েছেন তিনি। বিপিএল রেখে চিকিৎসার উদ্দেশে গত ২১ জানুয়ারি দেশ ছাড়েন সাকিব। অস্ত্রোপচারের দরকার না হওয়ায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ শেষে বুধবার রাতেই দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় পা রাখেন তিনি।
এদিকে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব বাম চোখে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) সমস্যায় ভুগছেন। এটি মূলত চোখের রেটিনার সমস্যা। মেকুলাতে সমস্যা হলে দৃষ্টিতে সমস্যা হয়ে থাকে। আপাতত বিসিবির পর্যবেক্ষণে থাকবেন বাংলাদেশ দলের অধিনায়ক।
বিশ্বকাপ চলাকালীন চেন্নাইয়ে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বকাপ খেলে দেশে ফিরেও ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর যান লন্ডনে। সর্বশেষ গেলেন সিঙ্গাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।