বিনোদন ডেস্ক : দুর্দান্ত সুপারহিট সিনেমা মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। এছাড়া ‘তুফান’, ‘বরবাদ’, ‘প্রিয়তমা’ সবটাই যেন ছাড়িয়ে গেছে একটার থেকে অন্যটি। ‘তাণ্ডব’র রেশ না কাটতেই শোনা যাচ্ছে আরেকটি দুর্দান্ত গল্পের সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন অভিনেতা।
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে দেখা যেতে পারে ঢালিউড মেগাস্টারকে।
জানা গেছে, ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায়। তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প লিখেছেন লেখক ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন।
প্রথমদিকে শোনা গিয়েছিল, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ অথবা মোশাররফ করিম। তবে পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি।
বছর না ঘুরতেই নির্মাতা আনলেন বড়সড় চমক। সিনেমার মূল চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক চূড়ান্তসহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।
প্রতীক্ষিত সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী সময় ধরেই শাকিব খানকে যুক্ত করা হয়েছে প্রজেক্টে।
শোনা যাচ্ছে, সিনেমাটিতে আরও অভিনয় করবেন অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম। যদিও শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও নিশ্চিত করা যায়নি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel