স্পোর্টস ডেস্ক : দলের সাথে বাংলাদেশে ফিরছেন না সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর রাতে দুই লটে ঢাকায় ফিরবেন টাইগাররা। দেশে ফিরলে সংবর্ধনা দেয়া হবে শান্ত, মুশফিক, লিটনদের। তবে সেই উৎসবে থাকবেন না সাকিব। তাহলে পাকিস্তান থেকে কোথায় যাচ্ছেন এই অলরাউন্ডার।
পুরো বাংলাদেশ দলে এখন উৎসবের আমেজ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আনন্দ ছড়িয়েছে গেছে বাংলার পথে প্রান্তরে। ঐতিহাসিক এই জয়ে ক্রিকেটাররা আনন্দ করছেন যে যার মতো।
সিরিজ শেষে এবার দেশে ফেরার পালা। দুই লটে রাতে ঢাকায় পা রাখবে বাংলাদেশ দল। সবাই বিমানে উঠলেও থেকে যাবেন সাকিব। আসবেননা দলের সাথে। কারণ এই অলরাউন্ডারের গন্তব্য ইংল্যান্ড। সেখানে কাউন্টি ক্রিকেট খেলার কথা রয়েছে সাকিবের।
দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সরকারের পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা। পাকিস্তানের বিপক্ষে এমন অর্জনের পর পুরো বিশ্ব থেকেই প্রশংসা পাচ্ছে টাইগাররা। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও ব্যাপক উন্নতি হয়েছে বাংলাদেশের। বড় লাফ দিয়ে টেবিলের চারে উঠে এসেছে লাল সবুজরা।
ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি দিন ছুটি পাচ্ছেন না। কেননা সামনেই তাদের ভারত সিরিজ। আগামী সপ্তাহের মাঝামাঝিতেই শুরু হবে অনুশীলন। ভারত সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।