বিমান বাংলাদেশের অ্যাম্বাসেডর হচ্ছেন সাকিব!

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছেন সাকিব আল হাসান। বিমান বাংলাদেশের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করতে যাচ্ছেন সাকিব। এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব। জাতীয় পতাকাবাহী বিমানের সঙ্গে এবারই প্রথম। যদিও চুক্তি চূড়ান্ত হয়নি।

সাকিব আল হাসান

গত সোমবার (১৩ মার্চ) সাকিব আল হাসানের সঙ্গে এই ইস্যুতে সাক্ষাৎ করেছেন বিমান বাংলাদেশের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম। বিমান বাংলাদেশের মূল কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বিমান বাংলাদেেশের এমডি ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে জানান, সাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। এখনো কিছু কাজ বাকি রয়েছে। এগুলো পরিপূর্ণ হলে তবেই চূড়ান্ত চুক্তি হবে। আর চুক্তি শেষে আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হবে দ্রুত।

তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ সেবা দিতে বদ্ধ পরিকর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বিমান বাংলাদেশের বিশ্বমানের সেবাকে আরও ভালোভাবে তুলে ধরবেন সাকিব আল হাসান।