শাকিবই আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার :বুবলী

শাকিব খান বুবলী

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী জানিয়েছেন, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার। এক সময় বুবলীকে দেশের এই শীর্ষ নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় এবার জিয়াউল রোশানের সঙ্গে দেখা যাবে এই নায়িকাকে।

শাকিব খান বুবলী

এই ঈদে তো শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিটিও মুক্তি পাচ্ছে। এই ছবির বিপরীতে ‘রিভেঞ্জ’ মুক্তি পাচ্ছে, যেখানে বুবলী ও রোশান অভিনয় করেছেন।

কতটা দর্শক টানতে পারবে? এ প্রসঙ্গে বুবলী জানান, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার। তাঁর ছবি মানেই দর্শকদের কাছে বাড়তি আগ্রহের ও উৎসবের। তাঁর ছবি তো দর্শক টানবেই। তুফানের প্রতি আমার শুভকামনা থাকবে। একই সঙ্গে দর্শকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন রিভেঞ্জ ছবিটিও দেখেন। এর বাইরে আপাতত তো আর কিছুই বলার নেই। প্রত্যাশা থাকবে রিভেঞ্জও ভালো দর্শক টানুক।

খোলামেলা শাড়িতে ফের উত্তাপ ছড়ালেন রুনা খান

রিভেঞ্জ নিয়ে অভিনেত্রী বলেন, ছবিটিতে নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশান। আমি এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। কাজটি করতে অনেক হোমওয়ার্ক করতে হয়েছিল।