‘প্রিয়তমা’ ইধিকাকে যে উপহার দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ভারতের আসামে পরপর দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের। একটি পণ্ড হলেও অপরটিতে তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন টলিউড নায়িকা ইধিকা পাল। ‌‘প্রিয়তমা’ ছবির অনস্ক্রিন রসায়নের পর মঞ্চেও রোমান্টিক মুডে ছিলেন তাঁরা। এমনকি শাকিব প্রিয়তমাকে দিয়েছেন উপহারও।

শুক্রবার (২৯ ডিসেম্বর) তাঁরা অংশ নিয়েছেন আসামের ওয়েস্ট গোয়ালপাড়া কলেজ প্রাঙ্গণের একটি সাংস্কৃতিকসন্ধ্যায়। শীত উপেক্ষা করে শাকিবকে একনজর দেখতে সেখানে ভিড় জমায় অসংখ্য মানুষ। অনুষ্ঠানজুড়ে ‘সোয়্যাগ’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কথা আছে’ ও ‘ষোলোআনা’সহ শাকিব অভিনীত বেশ কিছু সিনেমার গানে মঞ্চ মাতাতে দেখা যায় তাঁদের। দলীয় নাচ পরিবেশনা করেন তাঁরা। অনুষ্ঠান শেষে ছোট্ট একটি উপহারেও ইধিকাকে চমকে দেন শাকিব।

পারফর্ম শেষে মাইক্রোফোন হাতে শাকিব বলেন, ‌‘এতদিন তো এই গানগুলোর সঙ্গে আমি একাই পারফর্ম করেছি, আজ ইধিকাও পারফর্ম করল। কেমন লেগেছে?’ শাকিবের এই কথায় প্রতিধ্বনি ওঠে চারপাশে।

ইধিকা বলেন, ‘এতদিন ধরে আমিও এই গানগুলো তোমাকে টিভিতে পারফর্ম করতে দেখেছি। এবার নিজেও পারফর্ম করলাম। ধন্যবাদ তোমাকে।’

‘এত সুন্দর পারফর্ম করলে কিছু তোমাকে তো গিফট দিতে হয়। ছোট্ট করে দিব কিছু?’—একটু মজা করে বললেন শাকিব। ততক্ষণে দর্শকের মাঝে হইহই রব উঠেছে। অবশেষে উপহারটি দিয়েই দিলেন শাকিব। ‘প্রিয়তমা’র হাত ধরে খালি গলায় সুপারস্টার গাইলেন, ‘যত কথা রাখা ছিল এই মনে জমা/ তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা।’ তাতে সুর ধরেন ইধিকাও।

অনুষ্ঠানে ইধিকার পরনে ছিল সাদা জিন্স-টপস, গায়ে জড়ানো সাদা জ্যাকেট। অন্যদিকে, শাকিব হাজির হয়েছিলেন ব্যতিক্রমী লুকে। কার্গো প্যান্ট আর ঢিলেঢালা জ্যাকেটে পুরোই হিপহপ ছিলেন তিনি।

প্রসঙ্গত, ‘ও প্রিয়তমা’ গানটি মূলত শাকিব-ইধিকা অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল সংগীত। আকাশ সেনের সুরে যেটি গেয়েছিলেন বালাম ও কোনাল। গীতিকার আসিফ ইকবাল।