শাকিব খান নিজের অভিনয় দেখে নিজেই কাঁদলেন!

শাকিব

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে নিজের অভিনীত সিনেমা দেখলেন শাকিব খান। নিজের অভিনয় দেখে নিজেই কাঁদলেন এই অভিনেতা। সিনেমা শেষে চোখে জল চলে আসে। এমনই জানা গেল নির্মাতা হিমেল আশরাফের এক পোস্টে।

শাকিব

এক আবেগমিশ্রিত পোস্টে ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা বলেন, ২০১৭ সালে প্রিয়তমা বানানোর ঘোষণার পর আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তার পর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়ায় ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এর পরেও তার প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন।

হিমেল আশরাফ বলেন, প্রিয়তমা না করতে পারার পরেও তার ঘরের ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামের দুইটা সিনেমায় আমার নাম ঘোষণা করার পর মোটামুটি সবাই টিটকারি মেরে হেসেছেন। তাকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানিয়ে ফেলবে। কেউ বলতেন, ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা, ভাই নিয়েন না। কেউ কেউ বলেছে, শাকিব ভাই ভুল করতেছেন, ও তো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইয়ের কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন।

সময়ের আলোচিত এই নির্মাতা বলেন, কিন্তু কোন এক অদ্ভুত কারণে উনি আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো সিনেমা বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।

সিনেমা শেষে শাকিবের চোখ ভিজে ওঠে। এমনটাই বোঝা গেল। হিমেল আশরাফ বলছেন, আজ প্রিয়তমা দেখার শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম- ভাইয়া থ্যাংক ইউ।

কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়ত তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।

আরিয়ানের নতুন প্রজেক্টে জিয়াউল ফারুক অপূর্বর, তবে…

এবারের ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমাটি আলোচনার শীর্ষে ছিল, এখনো রয়েছে। বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি চলছে।