সালমানের ‘টাইগার থ্রি’র সাথে ভারতে শাকিবের ‘প্রিয়তমা’

সালমান শাকিব খান

বিনোদন ডেস্ক : গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। অলটাইম ব্লকবাস্টার এই সিনেমা দেশের পর সাড়া ফেলেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি ও মালয়েশিয়াতেও। এবার সিনেমাটি ‍মুক্তি পেতে যাচ্ছে পাশের দেশ ভারতে। ইতিমধ্যে মুক্তির জন্য ভারতে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘প্রিয়তমা’।

সালমান শাকিব খান

ভারতে মুক্তি পেয়েই সিনেমাটি লড়বে সালমান খানের সিনেমা ‘টাইগার ৩’ এর সঙ্গে। কেননা ১২ নভেম্বর ভারতে মুক্তি পাবে ‘টাইগার ৩’। তার দুইদিন আগে ১০ নভেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘প্রিয়তমা’। সাফটা চুক্তিতে ভারতে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্র। ভারতে সিনেমাটির পরিবেশনায় থাকছে এসএসআর সিনেমাস।

দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি একটি গণমাধ্যমকে বলেন, ‘দীপাবলিতে ‘প্রিয়তমা’ পশ্চিমবঙ্গে চলবে। কলকাতার বাইরে আসামেও চলবে। সেখানে শাকিব ভাইয়ের প্রচুর ফ্যান আছে। ইতোমধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ‘প্রিয়তমা’ মুক্তির অনুমতি পেয়েছে। তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’র পরিবর্তে কোন ছবি বাংলাদেশে আসবে সেটা এখনও ঠিক করিনি। পরে জানাবো। তবে এতটুকু কনফার্ম দীপাবলিতে সালমান খানের ‘টাইগার ৩’-এর সঙ্গে চলবে শাকিব খানের ‘প্রিয়তমা’।’

ঋণ শোধ করতে কিডনি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট যুবকের

গত ঈদুল আজহায় মুক্তির পর হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়ার গৌরব অর্জন করে। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের এ ছবি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করে।