বিনোদন ডেস্ক : আমেরিকাভিত্তিক করপোরেট জগতে পা রাখতে যাচ্ছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। শনিবার সকাল ১১টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাকিব নিজেই এ ঘোষণাটা দেবেন বলে নিশ্চিত করেছেন।
জানা যায়, বিউটি, হেলথ ও হাইজিন সম্পর্কিত একটি করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন তিনি।
বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না শাকিব। আগামীকাল বেশ সাড়ম্বরে এ বিষয়ে ঘোষণা দিতে চান তিনি। জানা যায়, ইউএসএভিত্তিক এ প্রতিষ্ঠানের নাম রিমার্ক।
এদিকে সম্প্রতি শাকিব এখন ব্যস্ত তার নতুন দুই ছবি ‘দরদ’ ও ‘রাজকুমার’ নিয়ে ব্যস্ত। দরদের কাজ অনেকটাই শেষ। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। যেখানে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। অপরদিকে রাজকুমার পরিচালনা করছেন হিমেল আশরাফ। এটিতে আছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়াও সম্প্রতি ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।