বিনোদন ডেস্ক : টানা সাত মাস ধরে যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। দেশ ছেড়ে একটানা এতদিন কোথাও থাকেননি ঢালিউড সুপারস্টার। এই দীর্ঘ প্রবাস জীবন একটি বিশেষ উদ্দেশ্যে। সেটা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড। যা হাতে পেয়েছেন এরইমধ্যে।
এবার নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মহাসমারোহে অনুষ্ঠিত হলো শাকিব খান অভিনীত ‘গলুই’ চলচ্চিত্রের প্রিমিয়ার। বাংলাদেশ সময় শনিবার ভোরে ছিল এই আয়োজন। প্রিমিয়ারে হাজির ছিলেন শাকিব খান নিজেও। শুধু তাই নয় নিজের ‘গলুই’ লুকের কাট-আউটের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন ঢালিউড সুপারস্টার।
এবারই প্রথম যুক্তরাষ্ট্রে মুক্তি পেলো শাকিবের সিনেমা। এটি পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে গেছেন পরিচালক এসএ হক অলিক। তিনিও প্রিমিয়ারে হাজির ছিলেন।
জানা গেছে, ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’ ছবির। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এটি মাসব্যাপী প্রদর্শিত হবে।
উল্লেখ্য, গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘গলুই’। এতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরি। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।