বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত। সে ছবি প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের মাঝে। নতুন জুটি হিসেবে এ দুই তারকাকে শুভ কামনা জানাচ্ছেন ভক্তরাও।
সোমবার (৭ জুলাই) সকালে শাকিবের সঙ্গে একটি মুহুর্তের ছবি প্রকাশ করেন মিষ্টি। ছবিতে শুভ্র সাদা রংয়ের পাঞ্জাবি পরেছেন শাকিব। চোখে কালো সানগ্লাস। দাঁড়িয়ে থাকা শাকিবের পাশেই রয়েছেন মিষ্টি। ক্যাপশনে মিষ্টি লেখেন, ভালো থাকবেন। প্রথম আমি।
এরপরই তিনটি লাল রংয়ের হৃদয় ও দুটি ভালোবাসার প্রতীকের ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
ক্যাপশনে তাদের বিয়ের জল্পনা তৈরি করছে ভক্তদের মাঝে। অনেকে আবার ছবি দেখে নতুন এ জুটির প্রশংসা করে মন্তব্যের ঘরে শুভ কামনা জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত।
মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। ছবি: সংগৃহীত
প্রসঙ্গত, গতবছরই খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন শাকিব। সে সময় শাকিবের তৃতীয় স্ত্রী হিসেবে মিষ্টি জান্নাতের দিকে সন্দেহের তীর তোলেন অনেকে। সে সন্দেহ আরও গভীর করে শাকিবের সঙ্গে তোলা একের পর এক ছবি ফেসবুকে প্রকাশ করছেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।