বিনোদন ডেস্ক: বাংলা সিনেমায় তার অবদান অবিশ্বাস্য। তিনি তার কাজ দিয়ে কোটি ভক্তের মন জয় করেছেন। যে কোনো শ্রেণির পছন্দের নায়ক তিনি। সবার প্রিয় শাকিব খান। চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ছাড়াও তাকে বলা হয় ঢালিউডের কিং খান। ১৯৯৯ সাল থেকে একচেটিয়া বাংলা চলচ্চিত্র রাজত্ব করছেন এই চিত্রনায়ক।
সম্প্রতি ঘুরে ফিরেই শাকিবের নাম চলে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। দুই বাংলাতেই সাড়া ফেলে জায়গা করে নিয়েছেন কোটি হৃদয়ে। আর তারই প্রতিফলন পেলেন পাশের দেশ ভারত থেকেও।
যৌথ ও একক প্রযোজনা মিলিয়ে ভারতের পাঁচটি ছবিতে অভিনয় করে শাকিব খান বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন আগেই। সেই সুবাদেই কলকাতা থেকে ‘সেরা অভিনেতা’ হিসেবে জোড়া পুরস্কার পেলেন ঢালিউড ‘কিং খান’ শাকিব। শনিবার (১৪ মে) সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড।
সেখানে শাকিব খান তার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন। নতুন সিনেমা ‘রাজকুমার’-এর প্রি-প্রডাকশনে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান। তবে পুরস্কার প্রাপ্তির বিষয়টি রোববার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফ্যান পেজ ও ইনস্ট্রাগ্রাম পোস্টে জানিয়েছেন বাংলাদেশের সিনেমার সবচেয়ে প্রভাবশালী এ তারকা।
টেলিসিনে অ্যাওয়ার্ডের দুটি ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, পাসওয়ার্ড (২০১৯) এবং বীর (২০২০) এর জন্য ‘সেরা অভিনেতা’ হিসাবে দুটি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করায় টেলিসিনে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে যেটা আমাকে বেশি খুশি করেছে সেটা হল দুটো ছবি এসকে ফিল্মসের প্রযোজনায় নির্মিত। আমার দর্শক এবং পাসওয়ার্ড ও বীর ছবি দুটির পুরো টিমকে ধন্যবাদ। এবারের টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম এ আয়োজনে ২০১৯, ২০২০ ও ২০২১ এ তিন সালের পুরস্কার দেওয়া হয়েছে।
ভাঙছে ২৪ বছরের সংসার, সোহেল খানের সাথে সম্পর্ক নিয়ে যা বলেছিলেন হুমা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।