বিনোদন ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনয় নিয়ে ব্যস্ততার পাশাপাশি প্রযোজনা সংস্থাও আছে তার। নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে সিনেমাও নির্মাণ করেছেন। নতুন সিনেমার বানানোর জন্য সরকারের কাছ থেকে অনুদানও নিয়েছিলেন শাকিব।
২০২১-২২ অর্থবছরে আওয়ামী সরকারের কাছ থেকে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার অনুদান পেয়েছিলেন দেশসেরা নায়ক শাকিব খান। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। অনুদানের প্রথম কিস্তির চেক সরকারের কাছ থেকে তুলে নিলেও সিনেমার শুটিং শুরু করেননি।
নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়া যায়। এবার জানা গেল অনুদানের প্রথম কিস্তির টাকা ফেরেত দিয়েছেন দেশ সেরা এ নায়ক।
অনুদানের টাকা ফেরত দেওয়ার বিষটি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শাকিব খান টাকা জমা দিয়ে গেছেন। যারা এখনো টাকা নিয়েও কাজ শুরু করেননি তাদের আমরা নিয়ম অনুযায়ী শোকজ করেছি। এরপর অনেকেই টাকা জমা দিয়েছেন। তার মধ্যে শাকিব খান রানা একজন।’
‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল ঢালিউড অভিনেত্রী পূজা চেরির। তবে মেগাস্টারের সঙ্গে অভিনেত্রীর প্রেম গুঞ্জন ছড়িয়ে পড়লে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটি থেকে সরে দাঁড়ান পুজা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।