রেকর্ড গড়া জয়ের পর উচ্ছ্বসিত শাকিব খানের পোস্ট

Sakib Khan

স্পোর্টস ডেস্ক : আর কত হারা যায়! একের পর এক ছয়টি ম্যাচ হেরে ঢাকার মাঠে সমালোচনার ঝড় বইছিল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে। দলের এমন বেহাল দশা দেখে হতাশ ছিলেন ঢালিউড কিং শাকিব খান, যিনি এই ফ্র্যাঞ্চাইজির মালিক। তবে সপ্তম ম্যাচে এসে সব হতাশা যেন মুহূর্তেই উড়িয়ে দিলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাদের অসাধারণ ইনিংসে নতুন ইতিহাস গড়েছে ঢাকা ক্যাপিটালস। এই পারফরম্যান্সে শাকিব খানের মুখে ফুটে উঠেছে হাসি। আর সেই খুশি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে।

Sakib Khan

আসরের শুরু থেকেই হতাশাজনক পারফরম্যান্স করেছে ঢাকা ক্যাপিটালস। টানা ছয়টি ম্যাচ হেরে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দলটি। ফ্র্যাঞ্চাইজিটির এমন পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকারও হয় তারা। তবে সপ্তম ম্যাচে এসে সিলেটের মাঠে ঘটল উল্টো চিত্র।

সিলেটে নিজেদের সপ্তম ম্যাচে লিটন দাস ও তানজিদ তামিম মিলে গড়েছেন ২৪১ রানের জুটি। বিপিএল ইতিহাসে এটি সর্বোচ্চ জুটির রেকর্ড। শুধু বিপিএলই নয়, বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এটি সর্বোচ্চ রানের জুটি। এছাড়া দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙে দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

লিটন দাস এদিন ৪৪ বলে সেঞ্চুরি করে গড়েছেন আরেকটি বড় রেকর্ড। এটি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি যদিও রয়েছে আহমেদ শেহজাদের দখলে, যিনি ২০১২ সালে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন।

নিজের দলের এমন রেকর্ড গড়া জয়ে উচ্ছ্বসিত শাকিব খান ফেসবুকে লিখেছেন, ‘এখন পর্যন্ত রেকর্ড গড়া জয়। প্রতিপক্ষকে বরবাদ করে ঢাকা ক্যাপিটালস এর রাজকীয় জয়’

তার আগে ঢাকা ক্যাপিটালসের প্রথম ইনিংস শেষ হওয়ার কিছুক্ষণ পর এক পোস্টে তিনি লিখেন, ‘টাইগাররা যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়। নাম্বার ওয়ান পার্টনারশিপ ইন বিপিএল হিস্টোরি।’ তার এই পোস্টেই স্পষ্ট, দলের এমন পারফরম্যান্সে কতটা খুশি তিনি।

ঢাকা ক্যাপিটালসের এমন জয় সমালোচকদের জবাব দিয়েছে মাঠে। শাকিব খানের ফেসবুক পোস্ট এবং দলের এই পারফরম্যান্স নিয়ে এখন আলোচনা চলছে ক্রিকেট মহলে। আসরের শুরুতে হতাশ করা দলটি কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারবে? তা সময়ই বলে দেবে। তবে এদিনের পারফরম্যান্স নিশ্চিতভাবেই দলটিকে আত্মবিশ্বাসী করে তুলবে।