বিনোদন ডেস্ক : ‘দেবী’ সিনেমার আয় টপকে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা।’ এই তথ্য জানিয়েছেন কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। কমস্কোর সূত্র দিয়ে তিনি বলেন, ‘প্রিয়তমার চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন এক লাখ ২৬ হাজার ডলার। দেবীর ছিল এক লাখ ২৫ হাজার ডলার।’
‘প্রিয়তমা’র অর্জন এখানেই শেষ নয়। আমেরিকায় কোনো প্রেক্ষাগৃহে টানা পাঁচ সপ্তাহে প্রদর্শনের রেকর্ডে ‘হাওয়া’র সঙ্গে যুক্ত হলো ‘প্রিয়তমা’। ‘হাওয়া’র মতোই টানা পাঁচ সপ্তাহ আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চলছে এই সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।
সজীব আরও বলেন, শুধু তাই নয়, উত্তর আমেরিকায় একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমাও এখন ‘প্রিয়তমা’।আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে চার সপ্তাহ পর্যন্ত ‘প্রিয়তমা’র গ্রস কালেকশন : ৬৭,১০৪ ডলার।
এর আগে সবচেয়ে বেশি আয় করা ‘হাওয়া’ এ মাল্টিপ্লেক্সে ৫ সপ্তাহে গ্রস করেছিল ৬৩,৫৪৮ ডলার। অবশ্য উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় ‘হাওয়া’র দখলে। আয় তিন লাখ আটান্ন হাজার ডলার। এর পরের জায়গাটি ‘পরান’-এর দখলে। আয় এক লাখ ৮৭ হাজার ডলার।
এই মুহূর্তে তৃতীয় অবস্থানে আছে ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে আয় করেছিল এক লাখ ১২ হাজার ডলার। চার সপ্তাহে আয় এক লাখ ২৬ হাজার ডলার। তবে দ্বিতীয় অবস্থানে থাকা ‘পরান’ রয়েছে বেশ দূরত্বে।
আর ‘হাওয়া’ অনেক দূরে। যদিও এই দুটো সিনেমা সত্তর এবং আশি প্লাস থিয়েটারে মুক্তি পেয়েছিল। ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল বিয়াল্লিশ হলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।