বিনোদন ডেস্ক : ঝড় নয়, এবার যেন পর্দায় নামছে শাকিব খানের ‘তাণ্ডব’ নামের এক বিশাল ঝাপটা! ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম ঝলক। আর এই ঝলককে টিজার নয়, ‘ফোরকাস্ট’ বলে আখ্যা দিয়েছেন পরিচালক রায়হান রাফী।
মাত্র ১ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতেই অনলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শাকিব খানকে দেখা যাচ্ছে শরীরে আগুন নিয়ে হাঁটতে, মুখে রহস্যময় ‘মাঙ্কি মাস্ক’—সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের কৌতূহল আর উত্তেজনা বেড়েই চলেছে।
ভিডিওতে জয়া আহসানের উপস্থিতিও রহস্যঘন। অস্ত্র হাতে, তীক্ষ্ণ দৃষ্টিতে যেন তিনিও এক ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছেন। দর্শকদের ধারণা, এই চরিত্রে জয়া থাকবেন চমকপ্রদ কোনো রূপে।
‘তাণ্ডব’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ এবং আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি, এবং সহযোগিতায় আছে দীপ্ত।
পরিচালক রায়হান রাফী জানিয়েছেন,
“এই সিনেমায় এমন কিছু করেছি, যা এর আগে দেশের কোনো সিনেমায় কেউ দেখেনি।”
তিনি আরও আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই প্রকাশ করা হবে সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীদের নাম। এছাড়া একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও বহু প্রচারণামূলক ভিডিও, যেগুলো দর্শকদের চমকে দেওয়ার জন্য প্রস্তুত।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.