স্পোর্টস ডেস্ক : পারিবারিক কারণে এক ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় আজমতউল্লাহ ওমরজাইকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পেশোয়ার প্লে অফে উঠলে তিনি আবার ফিরবেন বলেও জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ‘সাকিব আল হাসান পরিবারের গুরুত্বপূর্ণ কাজে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তার পরিবর্তে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে অন্তর্ভূক্ত করে পেশোয়ার জালমি। বাংলাদেশি এই অলরাউন্ডার পাকিস্তানে সুপার লিগের প্লে অফে আবারো ফিরে আসবেন যদি পেশোয়ার জালমি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে।’
এদিকে পিএসএল থেকে বিদায় নেয়া প্রসঙ্গে জিও নিউজকে সাকিব বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি সাময়িক সময়ের জন্য পিএসএল ছেড়ে যাচ্ছি। আমি জানি, এখানে আমার শক্তিশালী ফ্যানবেস রয়েছে। তাদের উপস্থিতিতে বাকি ম্যাচগুলো খেলার জন্য অপেক্ষায় আছি।’
বিপিএলে তার দল ফরচুন বরিশাল বাদ পড়ার পর কালক্ষেপণ না করে পিএসএল খেলতে দেশ ছাড়েন সাকিব। সেখানে গিয়ে বাবর আজমের নেতৃত্বাধীন দলটির হয়ে করাচি কিংসের বিপক্ষে একটি ম্যাচও খেলেন তিনি। কিন্তু সে ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় মুলতান সুলতানসের বিপক্ষে পরবর্তী ম্যাচে একাদশ থেকে ছিটকে যান সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।