স্পোর্টস ডেস্ক : আবারো শ্রীলঙ্কা থেকে ডাক পেলেন সাকিব আল হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার আমন্ত্রণ পেয়েছেন তিনি। আবারো তাকে দলে ভিড়িয়েছে গল। যদিও বদলে গেছে দলটির মালিকানা আর নাম। নতুন নাম গল মার্ভেলস।
শুধু সাকিব আল হাসান নয়, গত আসরে পুরনো দল গল টাইটান্সের হয়ে খেলা আরেক বাংলাদেশী লিটন দাসকেও দলে রেখে দিয়েছে নতুন ফ্রাঞ্চাইজিটি। সরাসরি চুক্তিতে আগামী আসরের জন্য তাদেরকে নিজেদের করে নিয়েছে গল মার্ভেলস।
লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন আসর মাঠে গড়াবে আগামী ১ জুলাই থেকে। এরই মাঝে দলগুলো নিজেদের গোছানো শুরু করে দিয়েছে। যার ধারাবাহিকতায় সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে ভিড়িয়েছে তারা।
গত আসরে গলের হয়ে ৯টি ম্যাচ খেলেন সাকিব। করেন ১৩৮ রান। এছাড়া বল হাতে ১০টি উইকেট নিয়েছিলেন তিনি। বিপরীতে লিটন দাস ৩ ম্যাচে করেন মাত্র ৩৪ রান। তবে দল গল কোয়ালিফায়ারে খেললেও ফাইনালে যেতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।