স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হয়েছে শনিবার। প্রথম ওয়ানডেতে সফরকারীদের রেকর্ড ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
এবার তিন ফরম্যাটের সিরিজ খেলতে এসেছে আইরিশরা। সিলেটে তিন ওয়ানডের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
৩১ মার্চ চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর ঢাকায় ফিরে ৪-৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট। তবে এ সময় শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরও। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট।
আইপিএলে এবার খেলার কথা রয়েছে তিন বাংলাদেশির। মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস ও সাকিব আল হাসান, লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ টেস্ট না খেলায় তেমন সমস্যা নেই। তবে সাদা পোশাকের অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন দাস অনাপত্তিপত্র চেয়েছেন।
এ নিয়ে শনিবার ক্রিকেট অপারেশন্স চেয়ানম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এটা নিয়ে এখনও আলাপ-আলোচনা হয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে। কিন্তু আমরা এখনও আলাপ-আলোচনা করিনি।’
তবে বিশ্লেষকদের মতে, সাকিব, লিটন, মুস্তাফিজের পুরো আইপিএলের এনওসি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে আগামী বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। দলের সেরা তিন ক্রিকেটারের আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে দলের শক্তি বাড়াতে পারে- এমন আশা বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।