বিনোদন ডেস্ক : শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার গান ‘দুষ্টু কোকিল’ মাইলফলক গড়ল। ইউটিউবে গানটির বর্তমান ভিউ সংখ্যা ৪০০ মিলিয়ন ছুঁয়েছে।
গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। বক্স অফিস হিট এ সিনেমার গানও বাজিমাত করেছে সংগীতাঙ্গনে।
‘চরকি’ এবং ‘এসভিএফ’-এর যৌভ ইউটিউব চ্যানেলে ‘দুষ্টু কোকিল’ গানটি মুক্তির পর দর্শকপ্রিয়তা শুরু করে। ইউটিউব স্ক্রল করে দেখা যায়, চরকির ইউটিউব চ্যানেলে গানটির ভিউ সংখ্যা ২৭১ মিলিয়ন। অন্যদিকে এসভিএফ ইউটিউব চ্যানেলে গানটির ভিউ সংখ্যা ১২৯ মিলিয়ন। দুটি ইউটিউব চ্যানেলের ভিউ যোগ করলে দাঁড়ায় ৪০০ মিলিয়ন ভিউ।
ভিউর দিক থেকে ‘দুষ্টু কোকিল’ই প্রথম কোনো গান, যেটি জনপ্রিয়তার এ মাইলফলক স্পর্শ করল। এর আগে ঢালিউডের বাংলা সিনেমার কোনো গানে এমন জনপ্রিয়তা দেখেনি শোবিজ ইন্ডাস্ট্রি।
প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমায় দুই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।