স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই করোনার হানা। আর তাই শেষ পর্যন্ত ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলবেন কি না সেটি নিয়েই ছিল অনিশ্চয়তা। শেষ মুহূর্তে খেলার ব্যাপারে ‘সবুজ সংকেত’ পাওয়া গেলেও প্রস্তুতির সুযোগ পাননি খুব একটা। যা একটু ঘাম ঝড়িয়েছেন তাও ব্যাট হাতে। অথচ মাঠে নেমেই বল হাতে একের পর এক রেকর্ডে রাঙাচ্ছেন বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে পাঁচ উইকেট শিকার করেছেন।
প্রায় চার বছর তথা দিনের হিসেবে ১৪১৫ দিন পর টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন সাকিব। এ নিয়ে টেস্টে ১৯তম বার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এখানেই শেষ নয়। প্রথম বাংলাদেশি হিসেবে ঘরের মাঠে টেস্টে দেড়শ উইকেটের মাইলফলকও ছুঁলেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ফাইফারের দেখা পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিংস্টনের সেই ম্যাচে ৩৩ রানের বিনিময়েই ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।
এবার লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেট নিলেন সাকিব। ফাইফার পেতে ৪০ ওভার বোলিং করে ১১ মেডেন নিয়ে খরচ করেছেন ৯৬ রান।
এদিকে, শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ৫০৬ রান করে। তাদের লিড ১৪১ রানের। আর তাই পিছিয়ে থেকেই চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
এর আগে ষষ্ঠ উইকেট জুটিতে যেন আঠার মতো ক্রিজে লেগে গিয়েছিলেন লঙ্কান দুই ব্যাটার ম্যাথিউস ও চান্দিমাল। চান্দিমালের পতনের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস।
ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাথিউস ও চান্দিমালের পার্টনারশিপ টিকেছিল ৪১৫ বল পর্যন্ত। রান এসেছিল ১৯৯। যা মনে করিয়ে দিচ্ছিল চলতি টেস্টের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিক-লিটনের ২৭২ রানের পার্টনারশিপকে।
অবশেষে চতুর্থ দিন বৃহস্পতিবার (২৬ মে) শেষ বিকেলে লঙ্কানদের জুটি ভাঙতে পারলেন এবাদত। তুলে নেন সেঞ্চুরি হাঁকানো দিনেশ চান্দিমালকে। তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হবার আগে ২১৯ বলে ১২৪ রান করেন তিনি।
নিজেদের সেরা জুটি গড়ে এগিয়ে চলেছিলেন ম্যাথিউস ও চান্দিমাল। এই দুইজনের আগের সর্বোচ্চ জুটি ছিল ১৮১ রানের, ২০১৭ সালে ভারতের বিপক্ষে।
এরপরই অবশ্য ম্যাথিউসেরও আউট হবার সম্ভাবনা জেগেছিল। রিভিউও নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই ভেস্তে গেছে। চট্টগ্রাম টেস্টের ১৯৯ রানের অনবদ্য ইনিংস খেলার পর ঢাকা টেস্টেও ছিলেন অপ্রতিরোধ্য। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৪৫ রানে।
এদিকে, এবাদতের পর উইকেটর দেখা পেয়েছেন সাকিব। চান্দিমালের পর ব্যাট করতে নামা নিরোশান ডিকভেলাকে থিতু হতেই দেননি টাইগার অলরাউন্ডার। সাকিবের পঞ্চম শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন প্রভীন জয়াভিক্রমা। এ নিয়ে টেস্টে ১৯তম বার পাঁচ উইকেট তুলে নিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।