ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সাকিব

sakib

স্পোর্টস ডেস্ক : সদ্যই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দল অবশ্য বিশ্বকাপ খেলে দেশে এসেছে আরও আগে। খুব একটা বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এখন আছেন শ্রীলঙ্কায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে মঙ্গলবার (২ জুলাই) দেশ ছাড়েন সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অলরাউন্ডার। এ সময় উঠে আসে তার ভবিষ্যত পরিকল্পনা।

sakib

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব, এমন গুঞ্জন দীর্ঘ দিনের। তার আগে ধারণা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপেই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানাবেন। বিশেষ করে আসরে তার নিষ্প্রভ পারফরম্যান্সই বলে দেয়, থামার সময় হয়ে এসেছে। তবে আপাতত অবসরের কথা না ভেবে নতুন করে নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন সাকিব। মঙ্গলবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।

সাকিব বলেন, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা। একটা এমএলসি, যেটা খেলতে এখন যাচ্ছি। এরপর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি আছে। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’

সাকিব আরও বলেন, ‘খুব বেশি পরিকল্পনা আসলে করিনি। নিজেরও বোঝার দরকার আছে। এখন আসলে ওরকম সময় নেই যে তিন বছর বা চার বছর সময়ের পরিকল্পনা করার। আমার মনে হয় তিন মাস, ছয় মাসের পরিকল্পনা করাটাই ভালো। এর পরবর্তী পরিকল্পনা তার পরে। পাকিস্তান সিরিজ পর্যন্তই আপাতত পরিকল্পনা।’

এদিন তিনি কথা বলেছেন বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়েও। দল সুপার এইটে খেলায় সন্তুষ্টি প্রকাশ করলেও সেমিফাইনালের সুযোগ হাতছাড়া করায় হতাশাও প্রকাশ করেছেন তিনি। সুপার এইটের প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ তৈরি হয়েছিল সেমিতে খেলার।

সাকিব বলেন, ‘বিশ্বকাপে যে ধরনের রেজাল্ট আমরা আশা করেছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল আমরা হয়তো ওভাবে পারিনি। আমাদের হয়তো প্রাথমিক লক্ষ্যটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সফল। তবে আমরা যে অবস্থানে ছিলাম এবং যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গায় হয়তো আমরা যেতে পারিনি। সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক।’

পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আগামী ৫ জুলাই আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এমএলসির দ্বিতীয় আসর শুরু হবে। যেখানে শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। প্রথম মৌসুমে লস অ্যাঞ্জেলস ছিল পয়েন্ট তালিকায় সবার নিচে। আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির দল এমআই নিউইয়র্ক ও সিয়েটল ওরকাস মুখোমুখি হবে। টুর্নামেন্টে ফাইনাল হবে ২৯ জুলাই।