বিনোদন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক পোস্টার বয় সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী বিশ্বসেরা এই অলরাউন্ডারের। অন্যদিকে, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে তাঁর অনুসারীর সংখ্যাও সবাইকে ছাড়িয়ে। সর্বোচ্চ অনুসারীর এই হিসাবে, একবার এগিয়ে থাকেন সাকিব, আরেকবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন পরী! কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে এভাবেই চলছে তাঁদের পাল্টাপাল্টি লড়াই।
এমনকি এ দুই তারকা ব্যক্তিগত কারণেও বারবার হয়েছেন খবরের শিরোনাম। শুধু তাই নয়, তাঁদের সাদৃশ্য রয়েছে ফেসবুকেও। বাংলাদেশি হিসেবে দুজনেরই ফলোয়ার সংখ্যা দেড় কোটির ওপরে! বর্তমানে তাঁদের ভেরিফায়েড পেজে অনুসারী দাঁড়িয়েছে ১৬ মিলিয়ন, তথা এক কোটি ৬০ লাখ।
একসঙ্গে সারাদিন শুট, কথা বলেননি তামিম-সাকিবএকসঙ্গে সারাদিন শুট, কথা বলেননি তামিম-সাকিব
এদিকে, সাকিব আল হাসানের ফেসবুক পেজটি থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আর পরী মণির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়।
কয়েক মাস আগে বাংলাদেশিদের মধ্যে ফেসবুক পেজে সর্বোচ্চ অনুসারী নিয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ মিলিয়ন অনুসারী নিয়ে তখন পেছনে ফেলেছিলেন চিত্রনায়িকা পরী মণি ও ক্রিকেটার মুশফিকুর রহিমকে।
গত আগস্টের শেষ দিকে সাকিবের চেয়ে অনুসারীর সংখ্যায় এগিয়ে ছিলেন পরী মণি। তাঁর ফলোয়ার ছিল এক কোটি ৫০ লাখের কোটায়। তবে সাকিবের একটি পোস্ট-ই এই মোড় ঘুরিয়ে দেয়। নায়িকাকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন ক্রিকেটার।
আগস্টের শেষ দিকে একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রতিষ্ঠানের প্রমোশনে যুক্ত হয়েছিলেন সাকিব ও পরী মণি। সেটির প্রচারে ফেসবুকে সাকিব লিখেছিলেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি।’ নিজের ওয়ালে এই পোস্ট শেয়ার করে পরী লেখেন, ‘খেলা হবে’। নায়িকার এই পোস্টের পরই ফলোয়ারের খেলায় পরীকে সরিয়ে শীর্ষে ওঠে যান সাকিব! এবার সেই রেকর্ডে সাকিব-পরী দুজনেই সমান, ১৬ মিলিয়ন। সামাজিক মাধ্যমে দুজনেই এই কৃতিত্বের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে আইসিসি বিশ্বকাপ খেলতে ভারতে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান। এদিকে, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে প্রায় ২ বছর পর শুটিংয়ে ফিরেছেন পরী মণি। নির্মাতা রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।