বিনোদন ডেস্ক : আসছে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’। গোপনেই ‘তাণ্ডব’ সিনেমার কাজ শুরু করেছিলেন পরিচালক রায়হান রাফী। সিনেমার কোনো লুক কিংবা ছবি প্রকাশ যেন না হয়, সেজন্য নিয়েছিলেন কড়া নিরাপত্তাব্যবস্থাও। কিন্তু শেষ রক্ষা হয়নি। এরই মধ্যে শাকিবের লুক ফাঁস হয়ে গেছে।
ইতোমধ্যে এ সিনেমায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে ‘তাণ্ডব-এর শুটিং চলছে।
এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও প্রকাশ হয়েছে সাবিলা নূরের সঙ্গে শাকিবের ভিডিওসহ অনেক এক্সক্লুসিভ তথ্যও। সেসব নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা চলছে।
এবার জানা গেল সিনেমাটির আরও এক বড় চমকের কথা। এবার ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এ সিনেমা দিয়ে প্রথমবার তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাকিব খানকে। দুই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেতার একসঙ্গে কাজ করার খবরে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ বাহিনী সোয়াতপ্রধান হিসাবে অভিনয় করছেন আফজাল হোসেন।
বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেনের অভিনয়ের ব্যাপারে জানতে চাইলে পরিচালক রায়হান রাফী বলেন, এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে নির্মাণের কাজ শেষ করতে চাই। ‘তুফান’ সিনেমার চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে এবার কাজ করতে হচ্ছে। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশি। অনেক চমক আছে সিনেমায় বলে জানান এ নির্মাতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।