স্পোর্টস ডেস্ক : ২০২২ সালেই একবার বেটিং সাইটের বিজ্ঞাপন করেছিলেন সাকিব আল হাসান। একটি বেটিং ওয়েবসাইটের সারোগেট ওয়েবসাইটের পন্যদ্যূত হয়েছিলেন। ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব।
তখনো জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সাকিব। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। ততকালীন বোর্ড সভাপতি এ ইস্যুতে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সাকিব ভুল স্বীকার করে সরে আসেন সেই ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা থেকে।
২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লিগের প্রার্থী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যার কোন প্রতিবাদ না জানোয় ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েন তিনি। দেশে ফিরে টেস্ট ক্যারয়ারের ইতি টানা বা চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডেকে বিদায় জানানোর ইচ্ছাপূরণ হয়নি তাঁর। হতাশা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের।
জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হওয়াতেই হয়তো আজ একটি বেটিং সাইটের বিজ্ঞাপন সরাসরি করেছেন সাকিব। এতদিন বাংলাদেশে এই সাইটের বিভিন্ন বিজ্ঞাপন দেখা গেলেও সেগুলো করা হতো বিভিন্ন সারোগেট সাইটের মাধ্যমে। কিন্তু সাকিব এবার কোনো রাখঢাক রাখেননি। একদম প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন করেছেন। মানুষকে বেটিংয়ের জন্য আহবান জানিয়েছেন। অথচ বাংলাদেশের আইনে স্পষ্ট বলা আছে, যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ এখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।