চট্টগ্রাম টেস্ট খেলবেন সাকিব

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশন যখন চলছিল, সাকিব আল হাসান তখন সময় কাটাচ্ছিলেন মিরপুরে বিসিবির জিমে। টিভিতে খেলাও দেখছিলেন জিম করার পাশাপাশি। অর্থাৎ দলে না থাকলেও খোঁজখবর রাখছেন ঠিকই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি, বিশ্রামে থাকবেন বলে ওয়ানডে আর টেস্ট সিরিজেও খেলবেন না, সেটাও জানিয়ে রেখেছিলেন। এরই মধ্যে জোর গুঞ্জন-মত বদলেছেন তারকা অলরাউন্ডার। চট্টগ্রাম টেস্টে খেলার ইচ্ছা পোষণ করেছেন।

সাকিব আল হাসান

মিরপুরে শনিবার তা হলে ফেরারই প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব! ক্রিকেটের এই অভিজাত সংস্করণে তিনি সবশেষ ম্যাচ খেলেছেন বছরখানেক আগে, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সাম্প্রতিক সময়টায় অবশ্য খেলার মধ্যেই ছিলেন। নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলে আসার পর লড়েছেন ইনজুরির সঙ্গে, এরপর ফেরেন বিপিএল দিয়ে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি শেষে জাতীয় দলের জার্সি গায়ে না চাপালেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এবার জাতীয় দলে ফেরার অপেক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করছেন।

৩০ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে সাকিবের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। চোটের কারণে মুশফিকুর রহিম না থাকায় টেস্ট দলে দেখা দিয়েছে অভিজ্ঞতার ঘাটতি। যা ফুটে উঠেছে প্রথম টেস্টের প্রথম ইনিংসে। এমন পরিস্থিতিতে সাকিব নিজ থেকেই নাকি খেলতে চেয়েছেন চট্টগ্রাম টেস্ট। এ বিষয়ে জালাল বলেছেন, ‘সাকিব নিজেই আগ্রহ দেখিয়েছে। আশা করছি, দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।’

জালালের কথাতেই স্পষ্ট, চট্টগ্রাম টেস্ট দিয়েই সাকিব ফিরছেন জাতীয় দলে, ‘সাকিব আগেভাগেই বলে রেখেছিল-সে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি ওয়ানডে আর টেস্ট খেলতে আগ্রহী, সেটা অন্তত এক মাস আগে আমার কাছেই বলেছিল। ওয়ানডেতে না পারলেও এখন সে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিজেকে তৈরি করছে এবং আমরাও নীতিগতভাবে রাজি। সবকিছু ঠিক থাকলে সাকিব লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট খেলবে।’

ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো গ্রেফতার

টেস্ট সিরিজে প্রথম থেকে খেলতে চাইলেও ফিটনেস ইস্যুতে আটকে গিয়েছিলেন সাকিব। ম্যাচ ফিটনেস পেতে তিনি কাজে লাগিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগকে। তবুও ঘাটতি থেকে গেছে, জিমে ঘাম ঝরিয়ে সেটা পূরণেরই চেষ্টা চালিয়েছেন তারকা অলরাউন্ডার। ফিট হলেই কেবল ফিরতে পারবেন সাকিব, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন এমনটাই, ‘এখন সব কিছুই নির্ভর করছে সাকিবের ফিটনেসের ওপর। আগামী এক থেকে দুই দিনের মধ্যে আমরা একটা বার্তা পাব সাকিবের কাছ থেকে। তখন জানা যাবে ও কতটা প্রস্তুত। হয়তো লিগের আরও একটি ম্যাচ খেলে নিজের ব্যাপারে বুঝতে পারবে। ফিরতে চাইলে ওকে অবশ্যই স্বাগতম।’