বিনোদন ডেস্ক : কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ছোট ক্যানভাস থেকে বড় পর্দায় পা রাখেন ইধিকা পাল। তবে কলকাতায় নয়, বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান।
‘প্রিয়তমা’ সিনেমায় যখন ইধিকা পালকে কাস্ট করা হয়, তখন বাংলাদেশে পুরোপুরি অপরিচিত তিনি। ছোট পর্দার অভিনেত্রী হিসেবে কলকাতায় মোটামুটি পরিচিতি থাকলেও তা এপার বাংলার মানুষের কাছে খুব একটা কাজে দেয়নি। ফলে ‘প্রিয়তমা’ সিনেমায় ইধিকা পাল কতটা ভালো পারফর্ম করবেন তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল।
অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৩ সালের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। মুক্তির পরই কেটে যায় সংশয়। ইধিকা-শাকিবের রসায়ন মুগ্ধ করে ভক্ত-অনুরাগীদের। এ অভিনেত্রীর কিছু সংলাপ ভাসতে থাকে অন্তর্জালে। ইধিকা হয়ে উঠেন দর্শকদের প্রিয়তমা। মানুষের ভালোবাসা পেয়ে মুগ্ধতা প্রকাশ করেন এই নায়িকাও।
‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের রেশ কাটার আগেই ইধিকা ডাক পান ওপার বাংলার জনপ্রিয় নায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেবের। টলিউডের প্রথম সারির নায়ক দেব। বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজের পরই ‘খাদান’ সিনেমায় নায়ক হিসেবে পান দেবকে। শুরু হয় ইধিকাকে নিয়ে আলোচনা।
সুজিত দত্ত পরিচালিত ‘খাদান’ সিনেমা গত বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমার ‘কিশোরী’ গানটি তো শ্রোতাদের মুখে মুখে ফিরতে থাকে। প্রশংসিত হন ২৬ বছরের ইধিকা পাল। বক্স অফিসেও ঝড় তুলে সিনেমাটি।
‘খাদান’ সিনেমার ঝড় থামার আগেই আবার শাকিবের ডাক পান ইধিকা পাল। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিকল্পনা ‘বরবাদ’ সিনেমা নির্মাণের। দ্বিতীয়বার ভাবার সময় নেননি ইধিকা। শুরু হয় শাকিবের সঙ্গে নতুন জার্নি। ধারাবাহিকভাবে এ সিনেমার লুক প্রকাশ করতে থাকেন সংশ্লিষ্টরা। তৈরি হতে থাকে দর্শক আকর্ষণ।
ঈদুল ফিতরে মুক্তি পায় ইধিকা-শাকিবের দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’। মুক্তির পর জয়ধ্বনি শুরু হয় এই জুটিকে নিয়ে। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহ হাউজফুল যাচ্ছে। শাকিব-ইধিকার রসায়ন দারুণ প্রশংসা কুড়াচ্ছে। দর্শকদের ভালোবাসায় আবারো বিমোহিত এই নায়িকা।
ইধিকার ভাগ্যবদল শাকিব খানের হাত ধরে, তা কৃতজ্ঞচিত্তে স্বীকার করেছেন তিনি। ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর এই অভিনেত্রী বলেন— “বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে শাকিব খানের জন্য। উনি যদি প্রিয়তমাতে কাজ করার সুযোগ আমাকে না করে দিতেন, তাহলে হয়তো আমি ওই সিনেমাটাই করতে পারতাম না। আর যদি ওই সিনেমাটা না করতে পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতেই পারতেন না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।