কলকাতা শহরজুড়ে শাকিবের পোস্টার-বিলবোর্ড!

Shakib

বিনোদন ডেস্ক : বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে বইছে ‘তুফান’। গেল ২৮ জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Shakib

আর আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাবে শাকিব খান অভিনীত চলচ্চিত্রটি। তাই কলকাতার বড় বড় বিলবোর্ড ও মেট্রোরেলে চলছে সিনেমাটির জোর প্রচারণা। আর এ কারণে পুরো শহরজুড়ে এখন শাকিবের পোস্টার-বিলবোর্ড!

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের মতো সেখানেও তুফানের সাফল্য ধরে রাখার জন্য কমতি রাখছেন না কোনো কিছুর।

অন্যদিকে, বাংলাদেশে তুফানের অভূতপূর্ব সাফল্যের খবর ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে সেইসব কথাই বারবার বলছেন। তবে বলিউড-তামিল ছবির দাপটের কাছে তুফান কতটা টিকতে পারবে, সে প্রশ্নও বারবার ফিরে এসেছে।

এদিকে, তুফান মুক্তি আজ (৩ জুলাই) কলকাতা গিয়েছেন শাকিব খান। সেখানে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের আয়োজনে প্রচারণায় অংশ নেবেন তিনি।

প্রসঙ্গত, গেল ঈদে বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় তুফান। শাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী।